শর্টকাট কি ব্যবহার
Windows + , (কমা)কম্পিউটারের ডেস্কটপে চলে আসবে। যখন কি ছেড়ে দেওয়া হবে তখন তা আগের অবস্থায় চলে আসবে।
Windows + . (ডট)
উইন্ডো ডান অথবা বাম পার্শ্বে থাকবে।
Windows + R
Run কমান্ড চলে আসবে।
Windows + X
কুইক এক্সেস মেন্যু ওপেন হবে।
Windows + I
সেটিংস মেন্যু চলে আসবে।
Windows + M
সব কিছু মিনিমাইজ হয়ে ডেক্সটপ প্রদর্শিত হবে।
Windows + D
ডেস্কটপ প্রদর্শিত হবে। দ্বিতীয়বার চাপলে আগের অবস্থায় ফিরে আসবে।
Windows + Q
কম্পিউটারের সকল অ্যাপ্লিকেশন সার্চ করার অপশন আসবে। এর সাহায্যে সহজে যে কোন অ্যাপ্লিকেশন সার্চ করে পাওয়া যাবে।
Windows + W
সিস্টেম সেটিংস সার্চ করার জন্য সার্চ মেন্যু চলে আসবে।
Windows + F
ফাইল বা ফোল্ডার সার্চে জন্য মেন্যু চলে আসবে।
Post a Comment